ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কাজাখস্তানে পুলিশ-সন্দেভাজন সন্ত্রাসী সংঘর্ষ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, ডিসেম্বর ৪, ২০১১
কাজাখস্তানে পুলিশ-সন্দেভাজন সন্ত্রাসী সংঘর্ষ, নিহত ৭

আস্তানা: মধ্যএশিয়ার প্রজাতন্ত্র কাজাখস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্দেহভাজন সন্ত্রাসবাদী গ্রুপের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে।

কাজাখস্তানের দক্ষিণাঞ্চলে রোববার সংঘটিত এই সংঘর্ষে নিহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা এবং বাকি ৫ জন সন্দেহভাজন সন্ত্রাসবাদী গ্রুপের সদস্য।



গত ৮ নভেম্বর নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে দু’জন পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে এই গ্রুপটিকে খোঁজা হচ্ছিল বলে কর্তৃপক্ষ জানায়।

পুলিশ জানায়, কাজাখপুলিশের বিশেষ শাখা আরিস্তান ব্যাটেলিয়ানের একটি দল দক্ষিণাঞ্চলী বরালদাই গ্রামে এ সন্ত্রাসীদের অবস্থান ঘিরে ফেললে সংঘর্ষ শুরু হয়। তাদের আত্মসমর্পণ করতে বললে তারা নিরাপত্তা বাহিনীর ওপর ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়।

কাজাখস্তানের এটর্নি জেনারেল কার্যালয়ের একজন মুখপাত্র নুরদৌলেত সুনদিকভ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহত ৫ জনের বিরুদ্ধে গত ৮ নভেম্বর দু’জন পুলিশ কর্মকর্তার হত্যার অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে কালাশনিকভ রাইফেলসহ গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কাজাখস্তানে ইদানীং বেশকিছু সহিংস ঘটনা ঘটেছে। সম্প্রতি ধর্মীয় সংগঠনগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে একটি বিতর্কিত আইন পাস করার পর থেকে দেশটিতে সহিংস ঘটনা বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।