ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অস্থায়ী সংবিধান অনুমোদন করল তিউনিসিয়ার সংসদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, ডিসেম্বর ১১, ২০১১
অস্থায়ী সংবিধান অনুমোদন করল তিউনিসিয়ার সংসদ

নিউনিস: বিপ্লব পরবর্তী তিউনিসিয়ার সংসদ অধিবেশনে রোববার একটি অস্থায়ী সংবিধান গৃহিত হয়েছে। আরব বিশ্বে প্রথম সফল বিপ্লব শেষে প্রেসিডেন্ট নির্বাচনের পর একটি নতুন সরকার গঠনের পথে এক ধাপ এগিয়ে গেল দেশটি।



গত নভেম্বরে নির্বাচিত ২১৭ আসনের সংসদে রোববারের অধিবেশনে অধিকাংশ সদস্য খসড়া দলিলের ২৬টি অনুচ্ছেদ অনুমোদন দেয়। একে রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংবিধানের প্রথম ধাপ বলে বিবেচনা করা হচ্ছে।

এই দলিলে দেশের প্রশাসনের নির্বাহী, আইন এবং বিচার বিভাগের অনুসরণীয় শর্ত এবং কার্যাবলী লিপিবদ্ধ করা হয়েছে। সাধারণ নির্বাচন এবং একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়নের আগে পর্যন্ত এই দলিল কার্যকর থাকবে। সাধারণ নির্বচান আগামী বছরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই দলিলটির পক্ষে ভোট পড়েছে ১৪১টি। বিরুদ্ধে পড়েছে ৩৭টি এবং ৩৯ জন সদস্য এই দলিল প্রত্যাখ্যান করে অনুপস্থিত ছিলেন। গত পাঁচ দিন ধরে তুমুল বিতর্কের পর রোববার দলিলটি অনুমোদন পেল।

স্বৈর শাসক জয়নাল আবেদিনের পতনের পর গত নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ইসলামপন্থী এন্নাহদা পার্টি বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।