ঢাকা: মোবাইলের ক্ষুদেবার্তা বা এসএমএসের ওপর সেন্সরশিপ চালু করছে পাকিস্তান। নেটওয়ার্কে অটোমেটিক সেন্সর করার জন্য প্রায় ১৭০০ শব্দের একটি তালিকাও প্রস্তুত হয়েছে।
মোবাইল ফোনের মাধ্যমে যৌন হয়রানি এবং জঙ্গি বা সন্ত্রাসবাদ ঠেকাতেই মূলত এ সিদ্ধান্ত নিয়েছে মুসলিম প্রধান ওই দেশটি।
পিটিএর প্রধান নির্বাহী মোহাম্মদ তালিব ডোজার ইসলামাবাদে সাংবাদিকদের বলেছেন, মোবাইল অপারেটরদের সঙ্গে কথা বলেই ‘অশালীন শব্দের’ একটি তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকা এরইমধ্যে অপারেটরদের কাছে পাঠানো হয়েছে।
কী আছে ওই ১৭০০ শব্দের তালিকায়? যৌনতা সম্পর্কিত শব্দগুলো ছাড়াও খুন, শয়তান, পণবন্দি, অপহরণ, মাতাল, মদ খাওয়া, যিশু, পতিতালয়, সমকামীর মতো ইংরেজি শব্দ ছাড়াও পাকিস্তানে প্রচলিত বিভিন্ন গালিগালাজের রোমান উচ্চারণ এ তালিকায় রয়েছে।
পিটিএর প্রধান নির্বাহী তালিব ডোজার বলেন, এ ধরনের শব্দ কোনও এসএমএসে থাকলে তা প্রাপকের কাছে যাওয়ার আগেই মোবাইল অপারেটরের সিস্টেমে আটকে যাবে বা ব্লক হয়ে যাবে।
তবে তালিকার কিছু শব্দ নিয়ে দেশটিতে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে। যেমন, ডিপোজিট, এথলিট ফুট, ব্লাকআউটের মতো শব্দগুলো কেন এ তালিকায় ঢুকেছে তা নিয়ে চলছে বিতর্ক।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১