ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তর প্রদেশ চারভাগ করার প্রস্তাব রাজ্য বিধানসভায় অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, নভেম্বর ২১, ২০১১
উত্তর প্রদেশ চারভাগ করার প্রস্তাব রাজ্য বিধানসভায় অনুমোদন

লক্ষ্ণৌ: ভারতের উত্তর প্রদেশকে চারভাগে বিভক্ত করার প্রস্তাব সোমবার উত্তরপ্রদেশের রাজ্য বিধানসভায় পাস হয়েছে।

প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য কেন্দ্রিয় সরকারের কাছে পাঠানো হয়েছে।

প্রস্তাবটি নিয়ে রোববার রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন বসে। ভারতের প্রধান বিরোধী দল বিজেপি এ সময় ব্যানার নিয়ে বিধানসভার বাইরে থেকে এই প্রস্তাবের বিরোধিতা করে। এছাড়া অন্য বিরোধী দলগুলোও এই বিতর্কিত পদক্ষেপের বিপক্ষে অবস্থান নেয়। পরবর্তীতে রাজ্যসভা মুলতবি ঘোষণা করা হয়।
 
তবে রোববার মূখ্যমন্ত্রী মায়াবতী বিজেপি’র আইন প্রণেতাদের বিধানসভায় যোগ দিয়ে তাদের বক্তব্য দেওয়ার জন্য বলেন।
গত সপ্তাহে মায়াবতী রাজ্যকে চারটি ক্ষুদ্র খণ্ডে ভাগ করার পরিকল্পনার কথা বলেন। এদের নাম হচ্ছে-পূর্বাচল, বুন্দেলখণ্ড, অন্ধ্র প্রদেশ এবং পশ্চিম প্রদেশ। এসময় তিনি আরও বলেন, রাজ্যটি বড় হওয়ার কারণে উন্নয়নের ছোঁয়া তেমন দেখা যায় না। এই রাজ্যে মোট ৭৫টি জেলা রয়েছে।

মায়াবতীর ওই নীলনকশা মতে, পূর্বাচলের আওতায় থাকবে ২২টি জেলা। লক্ষ্ণৌ হবে অন্ধ্রপ্রদেশের অংশ। আর অন্ধ্র প্রদেশ গঠিত হচ্ছে ১৪টি জেলা নিয়ে। বুন্দেলখণ্ডের থাকবে সাতটি জেলা এবং পশ্চিম প্রদেশের থাকবে ২২টি জেলা।

তবে বিরোধী দল রাজ্যসরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে জনপ্রিয়তা লাভের জন্য মায়াবতী এই পরিকল্পনা করেছে বলে তাদের অভিযোগ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।