বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার পরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এ ঘটনার প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। সকালে হেলিকপ্টারে করে উপর থেকে পানি ছিটায় বিমান বাহিনীর দু’টি হেলিকপ্টার।
চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনের বিষয়টি প্রধান প্রধান শিরোনাম করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, গার্ডিয়ান ছাড়াও কাতারভিত্তিক আল-জাজিরা, সিনহুয়া, সিবিসি নিউজ, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি,সিএনএন, ওয়াশিংটন পোস্টসহ বিশ্বের প্রায় সব গণমাধ্যমেই গুরুত্ব পেয়েছে সংবাদটি।
বিবিসি তাদের প্রধান শিরোনাম করেছে চকবাজারের আগুনের ঘটনাটি। সংবাদমাধ্যটি শিরোনামে বলেছে, ‘ বাংলাদেশ ফায়ার: ব্লেজ কিলস ডোজেনস ইন ঢাকা হিস্টোরিক ডিস্ট্রিক্ট। ’
এই প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা এ পর্যন্ত ৬৯।
‘ম্যাসিভ ফায়ার কিলস ৬৯ ইন বাংলাদেশ ক্যাপিটাল’ শিরোনামে টাইমস অব ইন্ডিয়া বলছে, অগ্নিকাণ্ডে কমপক্ষে আরও ৫০জন আহত হয়েছেন। প্রায় নয়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এসেছে।
সরু গলির কারণে উদ্ধারকারী দলের গাড়ি প্রবেশে বাধাগ্রস্থ হওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে পত্রিকাটি।
সিএনএন তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম করেছে বাংলাদেশের এই ঘটনা। ‘অ্যাট লিস্ট ৫৯ পিপল কিলড অ্যাজ ফায়ার রিপস থ্রো বিল্ডিং ইন ঢাকা’ শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।
আল জাজিরা শিরোনাম করেছে, ‘হিউজ ফায়ার কিলস স্কোরস ইন ওল্ড পার্ট অব বাংলাদেশি ক্যাপিটাল ঢাকা’। এ প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক ভবনকে কেমিক্যালের গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছিল। আর এ কারণেই আগুনের ভয়াবহতা। ৬৯জনের প্রাণহানির কথা জানিয়ে সংবাদমাধ্যশটি বলছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।
‘ডেথ টল ফ্রম বাংলাদেশ ক্যাপিটাল ফায়ার রাইজেস’ শিরোনামে সিনহুয়া বলছে, ৬৯জনের মরদেহ উদ্ধার হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শিরোনাম করা হয়েছে, ’৬৯ ডেড ইন ফায়ার ইন অ্যাপার্টমেন্টস ইউজড অ্যাজ ক্যামিকেল ওয়ারহাউজেস ইন বাংলাদেশ’।
এই প্রতিবেদনে বলা হয়েছে, ‘ঢাকার চকবাজারের একটি আবাসিক কাম গোডাউনে বিধ্বংসী আগুনে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়। আবাসিক ভবনটি রাসায়নিক গুদামঘর হিসেবে ব্যবহার করা হত। ’
এ ঘটনায় শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাইমস নাউ শিরোনাম করেছে, ‘বাংলাদেশ ফায়ার: অ্যাড লিস্ট ৬৯ ডেড ইন ঢাকাস চকবাজার। ’
‘ডেথ টল বাংলাদেশ বিল্ডিং ফায়ার রাইজেস টু ৫৯’ শিরোনামে রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের রাজধানীর ঢাকার শতবর্ষের পুরানো এলাকায় ভবনে আগুন লেগে অন্তত ৫৬জন নিহত হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এমএ/