ইসরায়েল যখন অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটিতে টানা হামলা চালিয়ে যাচ্ছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান ‘গাজার জনগণ নিরাপদ থাকুক’।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি কি এখনও গাজা “মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার” প্রস্তাব সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি চাই গাজার জনগণ নিরাপদ থাকুক, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ‘আমি গাজার মানুষের নিরাপত্তা দেখতে চাই। তারা নরকের ভেতর দিয়ে যাচ্ছে। ’
গত ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথম গাজাকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব উত্থাপন করেন যেটি বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রত্যাখ্যান হয়। তবে এরপরও তিনি গত কয়েক মাসে সেই ধারণা বারবার উল্লেখ করে চলেছেন।
এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ‘আগামী সপ্তাহের মধ্যে’ গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে এবং তিনি ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন, যেখানে গাজা ও ইরান দুই বিষয় নিয়েই আলোচনা হবে।
এদিকে বৃহস্পতিবার, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে, গত ২৪ ঘণ্টায় যেখানে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই সাহায্যের জন্য অপেক্ষায় ছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের গাজা যুদ্ধ এখন পর্যন্ত কমপক্ষে ৫৭,১৩০ জনকে হত্যা করেছে এবং আহত করেছে আরও ১,৩৪,৫৯২ জনকে।
এমএম