ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবান হামলায় ২৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
আফগানিস্তানে তালেবান হামলায় ২৩ সেনা নিহত মানচিত্রে হেলমান্দে প্রদেশের অবস্থান

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে হেলমান্দ প্রদেশে সামরিক বাহিনীর ঘাঁটিতে তালেবানদের হামলায় নিরাপত্তা বাহিনীর ২৩ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (০১ মার্চ) ভোরে দেশটির সবচেয়ে বৃহৎ সামরিক ঘাঁটি শরাবে কয়েক ঘণ্টা ধরে এ হামলার ঘটনা ঘটে।

হামলার পরই এর দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান।

কর্তৃপক্ষ জানায়, বৃহৎ এই সামরিক ঘাঁটিটি ধ্বংস করতে বিগত ৪৮ ঘণ্টায় এ নিয়ে তৃতীয়বারের মতো হামলা চালালো তালেবানরা।

এ ব্যাপারে সামরিক বাহিনীর মুখপাত্র গফুর আহমেদ জাওয়াদ বলেন, তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ২৩ সদস্য নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। তবে পাল্টা হামলায় জঙ্গিগোষ্ঠীটির ২০ সদস্য নিহত হয়েছেন।  

হামলার ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জেওয়াক।

২০১৪ সালে আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত তালেবানদের হামলায় প্রায় ৪৫ হাজার সেনা নিহত হয়েছেন।  

আফগানিস্তানে বহু বছর ধরেই সরকারের সঙ্গে তালেবানদের যুদ্ধ চলছে। এই যুদ্ধে দেশটির সেনাবাহিনীকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের  সামরিক বাহিনী।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।