বৃহস্পতিবার (৭ মার্চ) বিস্ফোরণটি হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
এ ব্যাপারে দেশটির কর্মকর্তা ক্যাপ্টেইন মোহামেদ হুসেইন বলেন, পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রেসিডেন্ট বাসভবনের পেছন দিকের একটি প্রবেশপথের কাছে বিস্ফোরণটি ঘটে।
হামলায় একজন আহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, গাড়িটি হঠাৎ সেখানে রাখা হয়। এরপর দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
ইতোমধ্যে গাড়িটির চালক সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসএ/আরআর