ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ২ মোগাদিশুতে বিস্ফোরিত হওয়া গাড়ি/ছবি: সংগৃহীত

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে দেশটির প্রেসিডেন্টের বাসভবনের কাছে নিরাপত্তা বাহিনীর চেকপোস্টের কাছে একটি গাড়িতে বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিস্ফোরণটি হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এ ব্যাপারে দেশটির কর্মকর্তা ক্যাপ্টেইন মোহামেদ হুসেইন বলেন, পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রেসিডেন্ট বাসভবনের পেছন দিকের একটি প্রবেশপথের কাছে বিস্ফোরণটি ঘটে।

সন্ত্রাসীরা সেখানকার নিরাপত্তা বাহিনীর চেকপোস্টকে উদ্দেশ্য করেই বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামলায় একজন আহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, গাড়িটি হঠাৎ সেখানে রাখা হয়। এরপর দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ইতোমধ্যে গাড়িটির চালক সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।