ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবান হামলায় ১৩ সৈন্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
আফগানিস্তানে তালেবান হামলায় ১৩ সৈন্য নিহত আফগান সেনাবাহিনীর সদস্যরা, ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশে তালেবান ও দেশটির সেনাবাহিনীর তিনদিন ধরে চলা যুদ্ধে ১৩ সৈন্য নিহত হয়েছেন।

শনিবার (০৯ মার্চ) তালেবানরা বাদঘিস প্রদেশে অবস্থিত সেনাবাহিনীর বিভিন্ন চেকপয়েন্টে হামলা চালালে এ যুদ্ধ শুরু হয়।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জামশীদ শাহাবী বলেন, শনিবার বালা মুরঘাব জেলা থেকে যুদ্ধটি শুরু হয়।

সেসময় সামরিক বাহিনী একাধিক বিমান হামলা চালায়। যুদ্ধটিতে সেনাবাহিনীর ১৩ সদস্য এবং জঙ্গিগোষ্ঠীর ৪২ জন নিহত হয়েছেন।

আরও প্রায় ১২ জনেরও বেশি সৈন্য এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

তবে প্রাদেশিক কাউন্সিলের সদস্য মোহাম্মাদ নাসের নজরী বলেন, যুদ্ধে সেনাবাহিনীর ২০ জন নিহত এবং ২০ জন নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (১২ মার্চ) যুদ্ধটির সমাপ্তি হয়েছে। তবে দূরবর্তী কিছু এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে।

এদিকে, এ হামলার দায়ও স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।