ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনে মসজিদের বাইরে হাতুড়ি নিয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
লন্ডনে মসজিদের বাইরে হাতুড়ি নিয়ে হামলা প্রত্যক্ষদর্শীর ধারণ করা হামলাকারীর ছবি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় বহু হতাহতের ঘটনার কয়েক ঘণ্টা ব্যবধানে লন্ডনে মসজিদের বাইরে লোকজনের উপর হাতুড়ি নিয়ে হামলার ঘটনা ঘটেছে।

এ সময় তিনজনের একটি গ্রুপ চিৎকার করে ‘ইসলামবিরোধী’ বক্তব্য দিতে দিতে ওই স্থান ত্যাগ করে। তারা শুক্রবারের নামাজে অংশ নেওয়াদের ‘সন্ত্রাসী’ বলেও উল্লেখ করে।

স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১টা নাগাদ পূর্ব লন্ডনের ক্যান স্ট্রিট রোডে লোকজন ধাওয়া করলে হামলাকারীর হাতুড়ির আঘাতে ২৭ বছর বয়সী একজন মাথায় আঘাত পেয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে হামলাকারীরা গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এক প্রত্যক্ষদর্শীর করা ভিডিওতে সে চিত্র পাওয়া যায়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। ব্যবহৃত গাড়ির সূত্র ধরে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। শ্বেতাঙ্গ হামলাকারীদের বয়স ২০ বছরের কাছাকাছি। ঘটনার তদন্ত চলছে।

এদিকে হামলায় আহত ব্যক্তিকে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে তার বন্ধুর মাধ্যমে ভর্তি করা হয়েছে। মাথায় আঘাত পেলেও তা গুরুতর নয় বলে জানা গেছে।

শুক্রবার নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনার পর লন্ডনের মসজিদে নিরাপত্তা জোরদার করার কথা জানান মেয়র সাদিক খান।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।