ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রেন্টনকে ‘ভালো ছেলে’ বলছেন তার দাদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
ব্রেন্টনকে ‘ভালো ছেলে’ বলছেন তার দাদি হামলাকারী ব্রেন্টন ট্যারেন্ট, ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রাইস্টচার্চে মসজিদে বর্বরোচিত হামলা করে ৪৯ জন মানুষ মেরেছেন বলে অভিযোগ আনা হয়েছে যে বন্দুকধারীর বিরুদ্ধে, সেই লোক ব্রেন্টন ট্যারেন্টকে ‘ভালো ছেলে’ বলছেন তার দাদি জয়িস ট্যারেন্ট।

বিষয়টি শোনার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আমি বিশ্বাস করতে পারছি না ব্রেন্টন ৪৯ জন মানুষ মারতে পারে। এটা অবিশ্বাস্য।

আমার নাতি সব সময়ই ভালো ছেলে।

৯৪ বছর বয়সী ওই বৃদ্ধা বলেন, শক্রবার (১৫ মার্চ) দু’টি মসজিদে প্রার্থনারত অবস্থায় মুসলমানদের ওপর যেভাবে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, যেসব মানুষকে হত্যা করা হয়েছে, তার ঠাণ্ডা মাথার খুনি আমার নাতি হতে পারে না, আমি জানি।

একটি হত্যা মামলা দিয়ে শনিবার (১৬ মার্চ) স্থানীয় সময় সকালে ব্রেন্টনকে আদালতে হাজির করা হয়। এরপরই তার পরিবার জানতে পারে ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ৪৯ জন নিহত হওয়ার ঘটনায় ব্রেন্টনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

জয়িস ট্যারেন্ট বলেন, খবরটি পেয়ে আমরা খুব কষ্ট পেয়েছি। বিশেষ করে ব্রেন্টনের মা শ্যারন খুব ভেঙে পড়ে। ব্রেন্টনকে রিমান্ডে নেওয়া হয়েছে, খবরটি যখন আমরা পাই, তখন শ্যারন তার স্কুলে ক্লাস করাচ্ছিল।

আরও পড়ুন>> ***কাঠগড়ায় ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব’র প্রতীক দেখালেন ব্রেন্টন ***কে এই হামলাকারী, কেন এই হামলা

এদিকে, শুক্রবার বিকেলে সাংবাদিকরা ফোন করেন শ্যারনের কাছে। তখনও তিনি ম্যাক্লিন হাইস্কুলে ছিলেন। এসময় তিনি জানতে পারেন তার ছেলে ব্রেন্টনের বিরুদ্ধে ভয়ঙ্কর হত্যার অভিযোগ আনা হয়েছে।

এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ক্রাইস্টচার্চে ডিনস অ্যাভ মসজিদ ও লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে এ হামলা হয়। এতে ৪৯ জন নিহত হন। এদের মধ্যে তিন বাংলাদেশিও রয়েছেন। আহতদের মধ্যেও একাধিক বাংলাদেশি আছেন। তবে বর্বরোচিত হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান দেশটিতে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।