ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মনোহর পারিকরের জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
মনোহর পারিকরের জীবনাবসান

ভারতের গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাবেক কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর মারা গেছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

রোববার (১৭ মার্চ) রাতে ছেলের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কার্যালয়।  

পারিকরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ দেশটির নেতারা।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত এক বছরের বেশি সময় ধরে তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে শেষ দিকে তার শরীর একেবারে জীর্ণ-শীর্ণ হয়ে পড়ে। শনিবার বিকেল থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।

অসুস্থতার কারণে তাকে গত কয়েক মাস ধরে নিয়মিত ভারত ও ভারতের বাইরের বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করতে হয়। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য নিউইর্য়ক পর্যন্ত যান।

চারবারের মুখ্যমন্ত্রী পারিকর গত জানুয়ারিতেও সভায় অংশ নিয়ে বলেছিলেন, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত গোয়া রাজ্যের জনগণের সেবা করে যাবো’। তবে সে সময় তার নাকে নল দেখা যায় ও তাকে বেশ ভগ্ন দেখায়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।