ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ৬ জন নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
পাকিস্তানে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ৬ জন নিহত বেলুচিস্তান প্রদেশের এলাকাটি

ঢাকা: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের জিয়ারাত শহরে দেশটির আধাসামরিক বাহিনীর একটি নিরাপত্তা ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান। এতে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জিয়ারাত শহরের ডেপুটি কমিশনার কাদির বাক্স পিরকানি বলেছেন, বুধবার (২০ মার্চ) ভোরে এ হামলা শুরু হয়। হামলাটিতে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।

এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, বুধবার সকালে বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী তেহরেক- ই-তালেবান পাকিস্তান।

বিবৃতিতে বলা হয়েছে, অতীতে বেলুচিস্তান লেভিস ফোর্সের করা নিজেদের কমরেডদের হত্যার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে।

বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানি তালেবান ও বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান গোষ্ঠী সক্রিয়ভাবে হামলা চালিয়ে আসছে। পাশাপাশি জঙ্গিগোষ্ঠী ইসলামীক স্টেটের (আইএস) আফগানিস্তানভিত্তিক শাখাও এখানে হামলা চালিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।