ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৪৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৪৪ বিস্ফোরণের পর কারখানা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে (সংগৃহীত ছবি)

চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯০ জন। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার (২১ মার্চ) ইয়ানচেংয়ে স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে এই বিস্ফোরণ হয়।  

তিয়ানজিয়াই কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠান কারখানাটি পরিচালনা করতো।

জানা গেছে, সার উৎপাদনকারী একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, আগুন ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেছে।  

চীনের ভূমিকম্প কর্তৃপক্ষ জানিয়েছে বিস্ফোরণের সময় রিখটার স্কেলে ২ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।  

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিলো যে কারখানার ভবন ধসে আটকা পড়েন অনেক শ্রমিক।

প্রদেশটির কর্তৃপক্ষ বলছে, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রদেশের বিভিন্ন জায়গা থেকে ফায়ার সার্ভিস কর্মীদের আনা হয়েছে।  

দুর্বল প্রশাসনিক অবকাঠামো ও ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে চীনে রাসায়নিক কারখানা ও খনিতে প্রায়ই বিস্ফোরণ ঘটে।  

২০১৫ সালে উত্তর চীনের তিয়ানজিন বন্দরে দু’টি ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৬০ জন নিহত হন।  

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।