ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে রকেট হামলা চালালো গাজা, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
ইসরায়েলে রকেট হামলা চালালো গাজা, আহত ৬ হামলায় ক্ষতিগ্রস্থ বাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকা: গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের তেল আবিব শহরে। এতে আহত হয়েছেন ছয়জন।

সোমবার (২৫ মার্চ) দেশটির তেল আবিব শহরের মিসমেরেতে এ হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।  

হামলার ঘটনায় মিসমেরেতে একটি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে, জানিয়েছে স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যম।

এছাড়া মিসমেরেতের ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার নিশ্চিত করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাহসন।

তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ এখনও হামলার ব্যাপারটি নিশ্চিত করে কিছু বলেনি।

অন্যদিকে, ইসরায়েলের আসন্ন নির্বাচনকে ঘিরে প্রচারণার অংশ হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানইয়াহু। হামলার পর সফরটি সংক্ষিপ্ত করে শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। তবে হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

সর্বশেষ ২০১৪ সালে গাজার বিদ্রোহীগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চলাকালীন এ ধরনের হামলা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।