শুক্রবার (৩ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
কায়রোর দক্ষিণাঞ্চলের কেনা প্রদেশের গর্ভনর জেনারেল আবদেল হামিদ আল-হাগান বলেন, বাসে করে সুদান থেকে মিশরের রাজধানী কায়রোতে যাচ্ছিলেন সুদানের নাগরিকরা।
মিশরে সঠিক ব্যবস্থাপনার অভাব এবং ট্রাফিক আইনের প্রয়োগ না থাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে।
আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার (ডব্লিইএইচও) মতে, প্রতি বছরই সড়ক দুর্ঘটনায় দেশটিতে প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়।
অন্যদিকে দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার হিসেবে দেখা গেছে, ২০১৭ সালে দেশটিতে প্রায় ১১ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এসএ/