ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের রকেট হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, মে ৫, ২০১৯
ইসরায়েলের রকেট হামলায় ৪ ফিলিস্তিনি নিহত রকেট হামলা

ফিলিস্তিনি অঞ্চলে বিমান থেকে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিমান হামলায় মা ও তার শিশুসন্তানসহ মোট চার ফিলিস্তিনের নাগরিক নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। 

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, গাজা উপত্যকা থেকে প্রথমে হামলা চালানো হয়েছে। রকেট নিক্ষেপের পাল্টা জবাব হিসেবে শনিবার গাজায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।

এর আগে শুক্রবার গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত ৯০টি রকেট নিক্ষেপ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।  


এদিকে ইসরায়েলি সেনামুখপাত্র দাবি করেন, তারা এই বিষয়ে কিছু জানেন না। তারা শুধু সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মিশর ও জাতিসংঘের দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির চেষ্টার মধ্যেই পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় দুই দেশের সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।  

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।