শনিবার (৪ মে) এ বিধ্বস্তের ঘটনা ঘটে বলে রোববার (৫ মে) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
জানা যায়, দেশটির সামরিক বাহিনীর সদস্যরা কোগার সিগলাস নামে হেলিকপ্টারে করে দেশটির রাজধানী কারাকাস থেকে কোজেদেস রাজ্যের রাজধানী সান কার্লোসে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
শনিবার কোজেদেস রাজ্যের এল পাও শহরে দেশটির সামরিক বাহিনীর প্রশিক্ষণ পর্যবেক্ষণ করছিলেন প্রেসিডেন্ট মাদুরো।
মাদুরোর মতে, যুক্তরাষ্ট্র ও বিরোধী নেতা হুয়ান গুইদোর সমর্থকরা দেশটির সামরিক বাহিনীর শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র করছে। সামরিক বাহিনীকে বিশ্বাসঘাতকদের পক্ষে না থাকারই আহ্বান জানান মাদুরো।
আরও পড়ুন>>> ভেনেজুয়েলা সংকট: আন্দোলন অব্যাহত রাখার আহ্বান গুইদোর
অন্যদিকে ৩০ এপ্রিল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাত করতে ফের আন্দোলনের ডাক দেন বিরোধী নেতা হুয়ান গুইদো। সেসময় দেশটির সামরিক বাহিনী গুইদোর পক্ষেই রয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে দু’দিনের আন্দোলনে সামরিক বাহিনীকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষেই অবস্থান করতে দেখা গিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এসএ/