ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ১৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, মে ৬, ২০১৯
রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ১৩ জন নিহত বিধ্বস্ত বিমান থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে-ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ায় মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণের পর রানওয়েতে যাত্রীবাহী প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ‍অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে।

বিমানটি ৭৮ জন যাত্রী নিয়ে রাশিয়ার মস্কোর শেরিমেতভো বিমানবন্দর থেকে মুরমানস্কা অভিমুখে উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি অবতরণ করে। এরপরই ‘এসইউ১৪৯২’ ফ্লাইটে আগুন ধরে যায়।

 

প্লেন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তবে এর মধ্যে বিমান থেকে বের হওয়ার জরুরি নির্গমন পথ দিয়ে যাত্রীদের অনেককে বেরিয়ে আসতে দেখা গেছে।  

 দ্রুতই অগ্নিনির্বাপক কর্মীরা টারমার্কে ছুটে যান ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।  

জরুরি অবতরণ এবং প্লেনটিতে আগুন ধরার কারণ এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এমইউএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।