ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ৫ ভারতীয় নাবিক অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মে ৭, ২০১৯
নাইজেরিয়ায় ৫ ভারতীয় নাবিক অপহরণ নাইজেরিয়ার জলদস্যু। ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

ঢাকা: নাইজেরিয়ায় ভারতীয় পাঁচ নাবিককে অপহরণ করেছে জলদস্যুরা। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

এ বিষয়ে নাইজেরিয়ান সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত নাবিকদের মুক্তির ব্যবস্থা করতে দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অভয় ঠাকুরকে নির্দেশ দিয়েছেন তিনি।  

সোমবার (০৬ মে) টুইটারে এক বার্তায় সুষমা স্বরাজ বলেন, আমি নাইজেরিয়ায় জলদস্যুদের হাতে পাঁচ ভারতীয় নাবিক অপহরণের খবর দেখেছি।

তাদের মুক্তির জন্য ভারতীয় হাই কমিশনারকে নাইজেরিয়া সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি নিতে বলেছি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, গত মাসে জলদস্যুরা পাঁচ ভারতীয় নাবিককে অপহরণ করেছে ও তাদের জাহাজ ‘এমটি অ্যাপেকাস’ নাইজেরিয়ার বনেয় উপকূলের বহির্নোঙ্গরে নিয়ে গেছে। এরপর থেকে ওই নাবিকদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

গত এক দশক ধরে জলদস্যুদের অভয়ারণ্য হয়ে উঠেছে নাইজেরিয়া। দেশটিতে চলতি বছরেই অন্তত ১৪টি অপহরণ বা লুণ্ঠনের খবর পাওয়া গেছে। ২০১৮ সালে এ সময়ের মধ্যেই ২২টির বেশি ডাকাতির ঘটনা ঘটেছিলো।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ০৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।