রোববার (১২ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
জানা যায়, শনিবার (১১ মে) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ঘাজনিতে এ বিস্ফোরণ ঘটে।
ঘাজনির প্রাদেশিক মুখপাত্র আরেফ নুরি বলেন, তালেবানরা একটি সড়কের পাশে ল্যান্ডমাইন পুঁতে রাখে। মূলত নিরাপত্তা বাহিনীকেই লক্ষ্য করেই তারা এগুলো পুঁতে রাখে। শিশুরা সেখানে খেলতে গিয়ে ওইসব ল্যান্ডমাইনে পাঁ দিলে এগুলোর বিস্ফোরণ হয়।
প্রাদেশিক কাউন্সিল সদস্য আমানুল্লাহ কামরানি বলেন, নিহত শিশুদের বয়স সাত থেকে নয়। আর এদের মধ্যে অন্তত চার জন একই পরিবারের সদস্য।
তবে এ বিস্ফোরণের ব্যাপারে কোনো মন্তব্য করেনি বিদ্রোহী গোষ্ঠী তালেবান।
দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই ল্যান্ডমাইন পুঁতে রাখাসহ বিভিন্ন ধরনের হামলা চালিয়ে থাকে বিদ্রোহীরা। তবে এসব হামলায় শুধু নিরাপত্তা বাহিনীই নয়, প্রাণ যায় সাধারণ মানুষেরও।
এসব হামলার শিকার হয় শিশুরাও। খেলতে গিয়ে এসব ল্যান্ডমাইন দেখে খেলনা ভেবেই এগুলোর দিকে এগিয়ে যায় তারা। আর এভাবেই প্রাণ যায় শিশুদের।
এর আগে এপ্রিলে দেশটির পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে মর্টার শেল বিস্ফোরণে সাত শিশু নিহত ও ১০ শিশু আহত হয়েছিল।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, দেশটিতে ২০১৮ সালে বিদ্রোহীদের হামলায় তিন হাজার ৮০৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৯০০ শিশু রয়েছে। আর আহত হয়েছেন প্রায় সাত হাজার।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মে ১২, ২০১৯
এসএ/