আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রোববার (১২ মে) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দক্ষিণ ওয়েলসের ওই মহাসড়কটির পাশেই একটি ব্যক্তিগত রানওয়ে রয়েছে। প্লেনটি সেখান থেকেই ছেড়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর গাছের উপর দিয়ে কালো ধোঁয়া উড়ছে। সড়কে লাইন দিয়ে যানবাহন দাঁড়িয়ে রয়েছে।
কেলি হেল নামে এক নারী ফেসবুকে জানান, তার সঙ্গী ঘটনাস্থলেই ছিলেন। তিনি (সঙ্গী) দেখেন, এক ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে আহতদের প্লেন থেকে টেনে বের করছেন।
পুলিশ জানায়, প্লেন দুর্ঘটনার জায়গা ঘিরে রাখা হয়েছে। জরুরি সেবাসহ বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছেছেন। সড়ক বন্ধ থাকায় বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ১২, ২০১৯
একে