শনিবার (১৮ মে) স্থানীয় সময় সকালে ভোট শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এরপর শুরু হয় গণনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ৭০ শতাংশের কিছু বেশি ভোট গণনার পরই নিশ্চিত হয়ে যায় বর্তমান সরকারই জয় পেয়েছে। দেশটিতে ১৫১টি আসনে ভোটগ্রহণ হয়। সরকার গঠন করতে একটি দলের জয় প্রয়োজন ৭৬টিতে। কিন্তু ৭৪টি আসনে জয় পেয়েই নতুন সরকার গঠন নিশ্চিত করেছে লিবারেল ও ন্যাশনাল পার্টি জোট দল।
অপরদিকে, প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি ৬৬টি আসন পেয়েছে। এছাড়া কয়েক ঘণ্টার মধ্যে জানা যাবে পূর্ণ ফলাফল।
টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার সুযোগ দেওয়ায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন বিজয়ী জোট নেতা প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি সমর্থক এবং ভোটারদের বলেছেন, অলৌকিক কাজগুলো সবসময় বিশ্বাস করি। আংশিক ফলাফলেই আমাদের জোট জয় পেয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এটা অলৌকিক। এর অবদান ভোটারদের।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, মে ১৯, ২০১৯
টিএ