ইসরায়েলের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, ছবি: সংগৃহীত
ঢাকা: ইসরায়েলের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হননি।
শুক্রবার (১৭ মে) রাতে দেশটির মধ্যাঞ্চলের তেল হাসোমার সামরিক ঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটে।
রুশ সংবাদমাধ্যম স্পুতনিক বলছে, ইসরায়েলি সামরিক ঘাঁটির মেডিকেল গোডাউনে হঠাৎ করে একটি বিস্ফোরণ ঘটে।
এরপর দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘাঁটিটির ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু এখানের লোকজন সবাই নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। যে কারণে কারও কোনো ক্ষতি হয়নি।
ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এক মুখপাত্রের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ঘাঁটিটিতে আগুন ভয়াবহ আকার ধারণ করে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, মে ১৯, ২০১৯
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।