ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোববার শেষ দফার ভোট মোদীর বারাণসীসহ ৫৯ আসনে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মে ১৯, ২০১৯
রোববার শেষ দফার ভোট মোদীর বারাণসীসহ ৫৯ আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের ১৭ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ রোববার (১৯ মে)। সাত দফার ভোটের এ পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন উত্তর প্রদেশের বারাণসীসহ দেশের আটটি রাজ্যের ৫৯ সিটে ভোট হবে।

এ দফায় উত্তর প্রদেশের ১৩টি, পশ্চিমবঙ্গের নয়টি, পঞ্জাবের ১৩টি, বিহারের আটটি, মধ্যপ্রদেশের আটটি ও হিমাচল প্রদেশের চারটি ঝাড়খণ্ডের তিনটি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের একটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। এ পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ ৯১৮ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভারতীয়রা।

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, মে ১৯, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।