ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

একেই বলে ভাগ্য!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মে ২০, ২০১৯
একেই বলে ভাগ্য! খুঁজে পাওয়া সেই সোনার দলা। ছবি: সংগৃহীত

ঢাকা: শখের বশে মেটাল ডিটেক্‌টর নিয়ে ঘুরতে বের হয়েছিলেন তিনি। শুনেছিলেন, খনির আশপাশে নাকি ছোট ছোট সোনার টুকরো পাওয়া যায়। কিন্তু অর্ধকোটি টাকার সোনা খুঁজে পাবেন, তা নিশ্চয় ভাবেননি। কথায় আছে, কপাল খুলতে সময় লাগে না! হাতেনাতে এর প্রমাণ পেলেন ওই ব্যক্তি, ঘুরতে ঘুরতেই খুঁজে পেলেন ১.৪ কেজি ওজনের সোনার দলা।   

সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়ার কালগোরি এলাকায় ঘটেছে চমকপ্রদ এ ঘটনা।  

স্থানীয় এক ব্যবসায়ী অনলাইনে ওই স্বর্ণখণ্ডের ছবি প্রকাশ করলে জানা যায় এ ঘটনা।

 

ম্যাট কুক নামের ওই ব্যবসায়ী সোনা অনুসন্ধানের সরঞ্জাম বিক্রি করেন।  

তিনি বিবিসিকে বলেন, ওই ব্যক্তি হাসিমুখে দোকানে ঢুকে আমাকে সোনার দলাটি দেখান। তিনি মাটির ৪৫ সেন্টিমিটার নিচে এটি খুঁজে পান। স্বর্ণখণ্ডটি যথেষ্ট ভারী ছিল, এর আকার সিগারেটের প্যাকেটের চেয়ে কিছুটা বড়।

স্বর্ণখণ্ডটির আনুমানিক দাম ১ লাখ অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি টাকায় ৫৮ লাখ টাকার বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ার এ অঞ্চলটিতে প্রায়ই ছোটোখাটো সোনার টুকরো পাওয়ার খবর পাওয়া যায়। সেখানে অনেকে শখের বশে সোনা খুঁজতে গেলেও, স্থানীয়রা পেশা হিসেবেই এ কাজ করে থাকেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।