ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

বালিতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ছড়িয়ে পড়েছে ছাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৩, জুন ১, ২০১৯
বালিতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ছড়িয়ে পড়েছে ছাই

ঢাকা: ইন্দোনেশিয়ার দ্বীপশহর বালির অগাং পাহাড়ের আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। যার ফলে সেখানকার আকাশে দুই হাজারেরও বেশি উচ্চতায় ছাই ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৩১ মে) অগাং পাহাড়ের আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাতের সূত্রপাত হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জানা যায়, ২০১৭ সাল থেকেই বালির পর্যটকস্থান কুতা থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত অগাং পাহাড়টির আগ্নেয়গিরিতে পর্যায়ক্রমে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে আসছে।

ফলে বালিতে বহু ফ্লাইট বাতিলসহ বাড়িঘর ছাড়তে হয়েছে সেখানকার অনেককেই।

সবশেষ শুক্রবার ফের এ অগ্ন্যুৎপাতের সূত্রপাত হলে সেখানকার আকাশে ছাই ও ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে এর কারণে কোনো ফ্লাইট বাতিল বা কেউ হতাহত হয়নি।

ইতোমধ্যে অগাং পাহাড়টিকে ‘বিপদজনক’ বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পাহাড়টির আশপাশের চার কিলোমিটার পর্যন্ত এলাকাকে ‘নো গো জোন’ হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

২০১৭ সালেও পাহাড়টির আগ্নেয়গিরিতে এ ধরনের অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটলে সেসময় কয়েক ডজন ফ্লাইট বাতিল করার পাশাপাশি সেখানে বসবাসরত ১০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।

এর আগে ১৯৬৩ সালে এ আগ্নেয়গিরিতেই অগ্ন্যুৎপাতের ঘটনায় অন্তত এক হাজার ৬০০ জনের প্রাণহানি হয়েছিল।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’র ওপর অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, মে ৩১, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ