ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
কাশ্মীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র শ্রীনগরে মোতায়েন ভারতীয় নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘোষণায় উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিদের বন্দি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

সোমবার (৫ আগস্ট) কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দেয় বিজেপি সরকার। এ নিয়ে দেশটিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এর প্রেক্ষিতে মঙ্গলবার (৬ আগস্ট) বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

আরও পড়ুন > কী আছে জম্মু-কাশ্মীরের সেই ৩৭০ ধারায়

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মরগান ওর্তাগাস ওই বিবৃতিতে বলেন, আমরা বন্দিদের ব্যাপারে উদ্বিগ্ন, প্রত্যেকের অধিকারের প্রতি শ্রদ্ধা রাখা ও আক্রান্ত জনগোষ্ঠীর সঙ্গে আলোচনার আহ্বান জানাই।  

আরও পড়ুন > ৩৭০ ধারা রদ, রাজ্যের মর্যাদা হারালো জম্মু-কাশ্মীর

এছাড়া, জম্মু-কাশ্মীর সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তি ও স্থিতি বজায় রাখার আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯ 
এইচজে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।