ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রকেট বিস্ফোরণ: রাশিয়ায় তেজস্ক্রিয়তা বেড়েছে ১৬ গুণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
রকেট বিস্ফোরণ: রাশিয়ায় তেজস্ক্রিয়তা বেড়েছে ১৬ গুণ গত সপ্তাহের রকেট বিস্ফোরণ, ছবি: সংগৃহীত

ঢাকা: কয়েকদিন আগে মারাত্মক ধরনের যে রকেট বিস্ফোরণ ঘটেছিল রাশিয়ায়, সেটার জেরে এবার তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে আশপাশের এলাকায়। দেশটির আবহাওয়া সংস্থা রসজিড্রমেট বলছে, দেশের দক্ষিণাঞ্চলীয় সেভেরদ্ভিন্সক শহরে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের চেয়ে ১৬ গুণ বেড়ে গেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) রসজিড্রমেট জানায়, রকেট বিস্ফোরণের পর রসজিড্রমেট তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষা করেছে। তারা দেখতে পেয়েছে, বন্দর নগরীটিতে তেজস্ক্রিয়তার হার স্বাভাবিক মাত্রার চেয়ে চার থেকে ১৬ গুণ পর্যন্ত বেড়ে গেছে।

তবে পরিবেশ বিষয়ক সংস্থা গ্রিনপিস জানাচ্ছে, গত বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিস্ফোরণের পর অঞ্চলটিতে তেজস্ক্রিয়তার হার স্বাভাবিক মাত্রার চেয়ে ২০ গুণ বেড়েছে।

যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্ফোরণের পর বলেছিল, প্রাথমিকভাবে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক পর্যায়ে আছে। একইসঙ্গে নগর কর্তৃপক্ষ জানিয়েছিল, তেজস্ক্রিয়তার মাত্রা সামান্য বেড়েছে। এবার দেশটির আবহাওয়া অফিস মূলত কয়েকদিন ধরে যে আশঙ্কা করা হচ্ছিলো, সে তথ্য দিলো।

এদিকে, তেজস্ক্রিয়তা আতঙ্ক দেখা দিয়েছে শহরটির মানুষের মনে। তারা শরীরে তেজস্ক্রিয়তার প্রভাব কমানোর জন্য আয়োডিন ব্যবহার করছেন বলে জানা গেছে। এটি ব্যবহার করলে শরীরে তেজস্ক্রিয়তার প্রভাব পড়বে না- এ বিশ্বাস থেকে মানুষ আয়োডিন কিনে ঘরে মজুদ রাখছেন। ইতোমধ্যে অঞ্চলটির ফার্মেসিগুলোতে আয়োডিনের চাহিদা বেড়ে গেছে ব্যাপক।

গত বৃহস্পতিবার সেভেরদ্ভিন্সক শহরের নিওনক্সার কেন্দ্রে লিকুইড প্রপেলেন্ট রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর সময় এর বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন নিহত হন।

নিওনক্সার কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ রুশ নৌবাহিনীর প্রায় সব ধরনের ক্ষেপণাস্ত্রেরই পরীক্ষা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এএটি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।