ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বিদ্যুৎ বিভ্রাটে লিফটে আটকা পড়লেন পোপ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৩, সেপ্টেম্বর ২, ২০১৯
বিদ্যুৎ বিভ্রাটে লিফটে আটকা পড়লেন পোপ!

বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে ২৫ মিনিট লিফটে আটকে থাকতে হয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান যাজক (পোপ) ফ্রান্সিসকে। এতে সাপ্তাহিক বক্তৃতা অনুষ্ঠানে যোগ দিতেও দেরি হয়ে যায় তার।

রোববার (১ সেপ্টেম্বর) রোমের ভ্যাটিক্যান সিটির সেইন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক বক্তৃতা অনুষ্ঠানে যাওয়ার সময় লিফটে আটকা পড়েন পোপ। পরে দমকল বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে।

 

১০ মিনিট দেরিতে বক্তৃতা অনুষ্ঠানে হাজির হয়ে হাসতে হাসতে পোপ উপস্থিত দর্শনার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং জানান, প্রায় ২৫ মিনিট তিনি লিফটে আটকে ছিলেন। শেষমেষ দমকল কর্মকর্তারা তাকে উদ্ধার করে। এরপর দমকল বাহিনীর উদ্দেশ্যে সবাইকে করতালির আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এইচজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।