ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৯

ঢাকা: ফিলিপাইনে এয়ার অ্যাম্বুল্যান্স বিধ্বস্ত হয়ে নয় জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দুই জন।

সোমবার (০২ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোববার (০১ সেপ্টেম্বর) দেশটির রাজধানী ম্যানিলার পার্শ্ববর্তী শহর ক্যালেম্বায় অবস্থিত একটি রিসোর্টের কাছে এয়ার অ্যাম্বুল্যান্সটি বিধ্বস্ত হয়।

এতে অ্যাম্বুল্যান্সে থাকা নয় জনই নিহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে অনেক ধোঁয়া উড়ছে। এছাড়া জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। একইসঙ্গে সাধারণ মানুষ যাতে ভিড় না করে, সেই জন্য তাদের অনুরোধ করতে দেখা যায় উদ্ধারকর্মীদের।

স্থানীয় ইমার্জেন্সি অফিসার জেফরি রদ্রিগেজ বলেন, আমাদের ধারণা, বিধ্বস্তের ঘটনায় এয়ার অ্যাম্বুল্যান্সের কোনো আরোহীই বেঁচে নেই।

স্থানীয় পুলিশ জানায়, বিধ্বস্তের এই ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। তারা ওই এয়ার অ্যাম্বুল্যান্সের আরোহী নয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, এয়ার অ্যাম্বুল্যান্সটিতে এক জন রোগী ও মেডিক্যাল টিম ছিল।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।