ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে চীনা পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
নিউজিল্যান্ডে চীনা পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপাঞ্চলে চীনা পর্যটকবাহী একটি বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। 

বুধবার (৪ সেপ্টেম্বর) রোটোরুয়া এলাকার ৫ নম্বর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিজিল্যান্ড পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার সময় ‘তুলনামূলক সহজ’ একটি মোড়ে ঘুরতে গিয়ে সড়কের বিপরীত দিকে বাসটি ধাক্কা খায় বলে জানায় পুলিশ।  

এ ঘটনাকে ভীতিকর বলে অভিহিত করেছেন বে অব প্লেন্টি এলাকার পরিদর্শক ব্রেন্ট ক্রাউয়ি। এর সুদূরপ্রসারী পরিণতি আছে বলেও উল্লেখ করেন তিনি।  

পররাষ্ট্র মন্ত্রণালয়, চীনা দূতাবাস ও দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  
ওয়েলিংটনে চীনা দূতাবাসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, নিহতদের পরিচয় শনাক্ত করতে তারা পুলিশের সঙ্গে কাজ করছে।   
আহত ছয়জনের মধ্যে দুজনের আঘাত গুরুতর হলেও, বাকি চারজন তুলনামূলক কম আঘাত পেয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।