ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় রাষ্ট্রপতির প্লেন ঢুকতে দিল না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
ভারতীয় রাষ্ট্রপতির প্লেন ঢুকতে দিল না পাকিস্তান ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের প্লেনকে নিজেদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেয়নি পাকিস্তান। ভারতশাসিত কাশ্মীর নিয়ে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী। 

শনিবার (৭ সেপ্টেম্বর) ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

আগামী সোমবার (৯ সেপ্টেম্বর) ত্রিদেশীয় সফরে আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও স্লোভেনিয়া যাওয়ার কথা রয়েছে ভারতীয় রাষ্ট্রপতির।

 

পিটিভির বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, রাম নাথ কোবিন্দের প্লেন পাকিস্তানি আকাশসীমা দিয়ে যেতে না দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।  

গত ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে পৌঁছায়। সে সময় সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করে পাকিস্তান। মাস চারেক পর গত জুলাইয়ে এসব রুট ফের চালু হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।