সানতিয়াগো: চিলির খনিতে আটকে পড়া ৩৩ খনি শ্রমিকের একজন ভিক্তর সামোরানো একটি কবিতা লিখে পাঠিয়েছেন। কবিতায় ভূ-পৃষ্ঠের ৭০০ মিটার নিচে প্রায় এক মাস ধরে আটকে থাকার অভিজ্ঞতার বর্ণনা করেছেন তিনি।
কবিতায় সামোরানো ৫ আগস্ট থেকে তাদের আটকে পড়া, তার পরের হতাশা এবং তাদের উদ্ধার করা হবে এই আশার কথা উল্লেখ করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী হাইমে মানালিচ কবিতাটি পড়ে শোনান। কবিতায় তিনি লিখেছেন, ‘তিন সপ্তাহ কেটে গেল, কিন্তু শব্দ থামছে না, সুড়ঙ্গটি দীর্ঘ, আরেকটার অর্ধেক এখনো বাকি’।
উদ্ধার দলের প্রধান আনদ্রেস সোগারেত বলেন, তারা জাতীয় তেল প্রতিষ্ঠানের তেল খননের ড্রিল মেশিনের জন্য অপেক্ষা করছেন। ওই মেশিনের সাহায্যে সুড়ঙ্গ খনন করা সহজ ও দ্রুত হবে। এর ফলে আটকে পড়া শ্রমিকদের দেড় মাসের মধ্যেই উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০