ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে গোপন বৈঠক বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
তালেবানের সঙ্গে গোপন বৈঠক বাতিল করলেন ট্রাম্প .

ঢাকা: আফগানিস্তানে তালেবানদের সর্বশেষ হামলায় একজন মার্কিন সৈন্য নিহতের জেরে সংগঠনটির সঙ্গে শান্তি আলোচনা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাম্প ডেভিডে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ গোপন বৈঠক হওয়ার কথা ছিল।

গেল সপ্তাহে তালেবানের সঙ্গে একটি খসড়া শান্তি চুক্তির ব্যাপারে একমত হয়েছিল তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্র।

এই প্রক্রিয়ার মধ্যে গত বৃহস্পতিবার আফগানিস্তানের কাবুলে এক হামলায় ১ জন মার্কিন সৈন্যসহ ১২ জন নিহত হয়।

এই হামলার দায় স্বীকার করে তালেবান।

গোপন বৈঠক বাতিলের বিষয়ে এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রোববারই ক্যাম্প ডেভিডে তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে গোপন বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে তারা মিথ্যা চাপ সৃষ্টির জন্য কাবুলে এক হামলায় আমাদের একজন মহান সৈন্যকে হত্যা করে এবং আরও ১১ জন নিহত হয়। এ ঘটনায় আমি তাৎক্ষনিকভাবে বৈঠক এবং শান্তি আলোচনা বাতিল করেছি।

টুইটারে ট্রাম্প আরও বলেন, দরকষাকষিতে তাদের শক্ত অবস্থান বোঝাতে কি ধরনের লোকেরা এভাবে বহু মানুষকে হত্যা করতে পারে। তারা এটিকে খারাপের দিকে নিয়ে গেল। এ রকম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনার মধ্যে তারা এ রকম হামলা করতে পারে না। এমনকি তারা ১২ জন নিরীহ মানুষকে হত্যাও করেছে। সম্ভবত তাদের অর্থবহ শান্তি ‍চুক্তি করার ক্ষমতা নেই। আরও কত দশক তারা যুদ্ধ করতে চায়?

এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিও বলেছেন, তালেবানকে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে।

গত এক বছর ধরেই মার্কিন আলোচকদের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চলছিল। তবে এ আলোচনা চলছিল আফগান সরকারকে বাদ দিয়েই। কারণ প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে আমেরিকার হাতের পুতুল মনে করে তালেবান।

একটি খসড়া শান্তি চুক্তির ব্যাপারেও দুই পক্ষ একমত হয়েছিল। কিন্তু এখন তা আবার অনিশ্চিত হয়ে পড়লো।

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমইউএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।