সিউল: দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউ মিউং-হোয়ান পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নিজের মেয়েকে স্থায়ীভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকুরি দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র প্রেসিডেন্ট গ্রহণ করেছেন বলে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন।
২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত মন্ত্রীর মেয়ে ইউ হিউন-সান মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।
সান ৩১ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। কিন্তু সমালোচনার মুখে তাকে তার অবস্থান থেকে সরে আসতে বাধ্য হন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং-বাক এর মন্ত্রী পরিষদে ২০০৮ সাল থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ইউ মিউং-হোয়ান।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০