ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিজনেস ট্রিপে কর্মী মৃত্যুর দায় নিতে হলো কোম্পানিকে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
বিজনেস ট্রিপে কর্মী মৃত্যুর দায় নিতে হলো কোম্পানিকে!

বিজনেস ট্রিপে থাকার সময় কর্মীর মৃত্যু হওয়ায় তার দায় নিতে নিয়োগকারীকে নির্দেশ দিয়েছেন আদালত।

প্যারিসের আদালতের বক্তব্য- আইন অনুযায়ী, বিজনেস ট্রিপে থাকা অবস্থায় যেকোনো দুর্ঘটনার দায় নিয়োগকারীকে নিতে হবে।

প্যারিসভিত্তিক রেলওয়ে সেবা দানকারী কোম্পানির একজন প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন জেভিয়ার।

২০১৩ সালে কোম্পানির একটি ট্রিপে তিনি মধ্য ফ্রান্সে অবস্থান করছিলেন। সেখানে অপরিচিত একজনের সঙ্গে দৈহিক মিলনের সময় হার্ট অ্যাটাকে তিনি মারা যান।

কোম্পানির পক্ষ থেকে আদালতকে বলা হয়, জেভিয়ার যখন অতিথির সঙ্গে মিলিত হয়েছিলেন, তখন সে পেশাগত দায়িত্ব পালনরত ছিলেন না।  

আদালত বলেন- ফ্রান্সের আইন অনুযায়ী, বিজনেস ট্রিপে (অফিসের কাজে সফর) থাকা অবস্থায় যেকোনো দুর্ঘটনায় কর্মীর মৃত্যু হলে, তার দায় নিয়োগকারীকে নিতে হবে।

প্যারিসের আপিল আদালতও এ রায় বহাল রেখেছে।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।