ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টানা বৃষ্টিপাতের জেরে বিহারে বন্যা, ২৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
টানা বৃষ্টিপাতের জেরে বিহারে বন্যা, ২৭ জনের প্রাণহানি টানা বৃষ্টিপাতের জেরে বিহারে বন্যা। ছবি: সংগৃহীত

কয়েকদিনের টানা বৃষ্টিপাতের জেরে বিহারের রাজধানী পাটনাসহ বেশ কয়েকটি এলাকা বন্যাকবলিত হয়েছে। এতে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় রাজ্যের প্রায় ২৪টি জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে পাটনার স্কুলগুলো মঙ্গলবার (০১ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাটনায় বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। ফলে জেলার বিভিন্ন এলাকাগুলোতে পানিতে তলিয়ে গেছে। বসতঘরে পানির মধ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় অনেকে আটকা পড়েছেন। উদ্ধারকারী নৌযান দিয়ে পানিবন্দি লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধার অভিযানে পৌরসভার ক্রেনও ব্যবহার করা হচ্ছে। এসব এলাকার জনজীবন এখন স্থবির হয়ে পড়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সংবাদ সম্মেলন করে বলেছিলেন, কয়দিনের টানা প্রবল বর্ষণ দেখা দেওয়ায় আবহাওয়া বিভাগও খেই হারিয়ে ফেলেছে, একেক সময় বিভাগটি একেক পূর্বাভাস দিচ্ছে।

এদিকে রাজ্যটির বন্যাকবলিত এলাকাগুলোতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) মোতায়েন করা হয়েছে।

বিহারের প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশে টানা প্রবল বর্ষণে দেখা দেওয়া বন্যা ও অন্যান্য ঘটনায় গত কয়েকদিনে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।