ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সবচেয়ে সুখী দেশের শপিং মলে হামলা, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
সবচেয়ে সুখী দেশের শপিং মলে হামলা, আহত ৩ ঘটনাস্থলের ম্যাপ

ঢাকা: ফিনল্যান্ডে একটি শপিং মলে হামলা হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

বিশ্বের সবচেয়ে সুখী দেশটির কুওপিও শহরে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার (০১ অক্টোবর)  খবর পাওয়া যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শহরের হারমান মলে অবস্থিত একটি ভোকেশনাল কলেজের চত্বরে সহিংসতার ঘটনা ঘটেছে।

দেশটির স্থানীয় কর্মকর্তারা ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। তারাও এও বলেছেন, সহিংসতায় আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে।

সহিংসতার পর শপিং মল ভবনটির চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। কঠোর নিরাপত্তা জোরদার করেছে সংস্থাটি।

শপিং মলটি কুওপিও শহরের কেন্দ্র থেকে চার কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

এদিকে, চলতি বছরের মার্চে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিভাগের জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাব অর্জন করেছিল ফিনল্যান্ড। এর আগের জরিপেও ফিনল্যান্ডের দখলেই ছিল এ খেতাব।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।