ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে ঢুকলো ৪ জইশ জঙ্গি, গোয়েন্দাদের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
দিল্লিতে ঢুকলো ৪ জইশ জঙ্গি, গোয়েন্দাদের সতর্কতা

ঢাকা: পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই মুহম্মদের (জেইএম) সশস্ত্র চার সদস্য ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশ করেছে। যার জেরে শহরজুড়ে জারি করা হয়েছে সতর্কতা।

ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, জেইএম’র চার জঙ্গি দিল্লিতে প্রবেশ করেছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২ অক্টোবর) পুরো শহরজুড়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।

শহরে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।

গোয়েন্দা সূত্র জানায়, জইশ-ই মুহম্মদের ওই চার সদস্যের কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে।  আসন্ন শারদীয় দুর্গোৎসবে দিল্লির বিভিন্ন জনবহুল স্থানে তারা হামলা চালাতে পারে।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার এমএস রনধাওয়া বলেন, আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। চিন্তার কোনো কারণ নেই।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের জেরে জঙ্গিরা দিল্লিতে প্রবেশ করে হামলা চালাতে পারে, এমন ধারণার ভিত্তিতে এরপর থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদায় সংবিধানে রাখা ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দেয় নরেন্দ্র মোদীর বিজেপি সরকার।  

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।