কলকাতা: গভীর শ্রদ্ধার সঙ্গে রোববার মাদার তেরেসার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে কলকাতায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কলাকাতায় মাদার তেরেসার ১৯৫০ সালে প্রতিষ্ঠিত মিশনারিজে তাঁর হাজার হাজার ভক্ত ও সেচ্ছাসেবক মিলিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফিলিপাইনসহ পৃথিবীর প্রায় ১২৩ টি দেশে মাদার তেরেসার স্মৃতির প্রতি নান, ব্রাদার ও ভলেন্টিয়াররা শ্রদ্ধা জানাবেন।
এদিকে মাদার তেরেসার প্রতি সম্মান জানিয়ে তার অবদানের স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আনুষ্ঠানিক ভাবে ডাক টিকিট প্রকাশ করছে। টমাস ব্লাকশিয়ারের আঁকা মাদার তেরেসার তৈল চিত্রের ছবি রয়েছে ওই ডাক টিকেটে।
গত ২৬ আগস্ট ছিল মাদার তেরেসার ১০০তম জন্মদিন। ওইদিন পৃথিবীর বেশির ভাগ দেশেই তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০