উত্তাল সমুদ্রের বুকে এদিক থেকে ওদিক ঘুরপাক খেতে থাকলো তাদের নৌকা। খাবার নেই, পানি নেই।
অবিশ্বাস্য এই ঘটনাটি উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। সংবাদমাধ্যম বলছে, ১৩০০ কিলোমিটার দূরত্বের এক দ্বীপ থেকে বঙ্গোপসাগর পেরিয়ে উড়িষ্যায় ভেসে আসা অমৃতকে এলাকাবাসী যখন উদ্ধার করেছেন, তখন তার হাঁটার মত অবস্থা ছিল না। প্রাণটুকু বেঁচে আছে কেবল।
পুলিশ সূত্র জানায়, অমৃত আন্দামান-নিকোবরের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহিদ দ্বীপের বাসিন্দা। গত ২৮ সেপ্টেম্বর তারা বিক্রির জন্য খাবার-সামগ্রী নিয়ে সাগরে নৌকা ভাসিয়েছিলেন। নৌকায় ছিল পাঁচ লাখ টাকার জিনিস। প্রথম ক’দিন ভালোই চলছিল। হঠাৎ সমুদ্রে ঝড় শুরু হয়। এসময় তাদের নৌকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ছিন্ন হয়ে যায় ওয়্যারলেস কমিউনিকেশন। পাল-ছেঁড়া নৌকা দিক হারিয়ে ভেসে বেড়াতে থাকে। মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ থেকে জ্বালানি ও খাবার মিললেও ফের ঝড়ের কবলে পড়েন তারা। নৌকায় পানি ঢুকতে থাকে হু হু করে। সব জিনিসপত্র ভেসে যায়। বৃষ্টির পানি খেয়ে অমৃত বাঁচলেও বন্ধু দিব্যরঞ্জনকে বাঁচাতে পারেননি। তবে প্রায় এক মাস এভাবে লড়াই করায় অমৃতের মনোবলের প্রশংসা করছেন প্রশাসনের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
আরবি/এইচএ/