ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলো না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
মোদীকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলো না পাকিস্তান

ঢাকা: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি মেলেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

রোববার (২৭ অক্টোবর) এমন তথ্যই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আগামী ২৮ অক্টোবর (সোমবার) একটি আন্তর্জাতিক বিজনেস কনফারেন্সে যোগ দিতে সৌদি আরব যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সৌদি যাওয়ার সময় মোদীকে বহনকারী প্লেন যাতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারে, সেজন্য অনুমতি চাওয়া হয়েছিল। তবে পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরায়শি বলেন, নরেন্দ্র মোদীকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে দিল্লির অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ভারতের এ অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অনুরোধ প্রত্যাখ্যানের বিষয়টি লিখিতভাবে ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে জার্মানি যাওয়ার সময়েও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি পাননি নরেন্দ্র মোদী।

গত আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদায় ভারতীয় সংবিধানে থাকা ৩৭০ ধারা বাতিলের ঘোষণা দেয় মোদী সরকার। একইসঙ্গে কাশ্মীরে কারফিউ জারি করাসহ মোতায়েন করা হয় কয়েক হাজার অতিরিক্ত সৈন্য। কাশ্মীর ইস্যুতেই ভারত ও পাকিস্তান, দু’দেশের মধ্যকার সম্পর্কে ফের অবনতি ঘটতে থাকে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।