সোমবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র বিশেষ প্যানারোমা অনুষ্ঠানের প্রতিবেদনে এয়ারওয়েজটির বেশি জ্বালানি নিয়ে পরিবেশে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নিঃসরণের বিষয়টি উঠে আসলে এ পর্যালোচনার কথা জানায় সংস্থাটি।
ব্রিটিশ এয়ারওয়েজ পরিচালনাকারী সংস্থা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপের (আইএজি) প্রধান নির্বাহী উইলি ওয়ালস স্বীকার করেছেন, ফুয়েল ট্যাংকারিং নামে পরিচিত উড়োজাহাজে বেশি জ্বালানি নেওয়ার এ অনুশীলন সংস্থাটির মধ্যে রয়েছে।
ওয়ালস জানান, অর্থ সাশ্রয়ের জন্য তারা উড়োজাহাজে বেশি পরিমাণে জ্বালানি নিয়ে নেন। বিভিন্ন বিমানবন্দরে জ্বালানির বিভিন্ন দাম থাকায় তারা একবারে অতিরিক্তি জ্বালানি নিয়ে ফ্লাইট পরিচালনা করেন।
‘অর্থনৈতিক সাশ্রয়ের চিন্তা আমাদেরকে ট্যাংকারিং করতে প্রভাবিত করছে, কিন্তু এটি হয়তো ভুল পদক্ষেপ’, বলেন উইলি ওয়ালস।
গবেষকরা জানান, এ অনুশীলনের কারণে প্রতি বছর অতিরিক্ত ১৮ হাজার টন কার্বন নিঃসরণ করে এয়ারওয়েজটি। যা একটি বড় শহরের নিঃসরিত কার্বনের সমপরিমাণ।
সমালোচকরা বলছেন, ফুয়েল ট্যাংকারিংয়ের অনুশীলন উড়োজাহাজ সংস্থাগুলোর পরিবেশের প্রতি চাপ কমানোর অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে।
আইএজি ঘোষণা দিয়েছে, ২০৫০ সালের মধ্যে তারা পরিবেশে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসবে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এবি/এইচএডি/