ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোরালেসকে রাজনৈতিক আশ্রয় দেবে মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
মোরালেসকে রাজনৈতিক আশ্রয় দেবে মেক্সিকো ইভো মোরালসের পোস্টার ছিঁড়ে ফেলছেন এক নারী। ছবি: সংগৃহীত  

বলিভিয়ায় পদত্যাগকারী প্রেসিডেন্ট ইভো মোরালেসকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো।

মঙ্গলবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।  

চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত পুনর্নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে চলমান আন্দোলনের মুখে রোববার (১০ নভেম্বর) পদত্যাগের ঘোষণা দেন বামপন্থি নেতা ইভো মোরালেস।

পরদিনই (১১ নভেম্বর) মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার প্রস্তাবে সম্মত হন তিনি।  

আরও পড়ুন: পদত্যাগ করলেন ইভো মোরালেস

সোমবার (১১ নভেম্বর) এক টুইটে মোরালেস জানান, বলিভিয়া ছাড়তে কষ্ট হবে তার। কিন্তু, আরও শক্তি ও উদ্যম নিয়ে দেশে ফিরবেন বলে আশা করেন তিনি।

এ কথা নিশ্চিত করে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্দ বলেন, ইতোমধ্যে মেক্সিকোর একটি সরকারি প্লেনে চড়েছেন মোরালেস।

অন্যদিকে, মোরালেসের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ানো পুলিশদের সহযোগিতা করতে সেনাদের নির্দেশ দিয়েছেন বলিভিয়ার সেনাবাহিনীর কমান্ডার। সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  

এর আগে, মোরালেস পদত্যাগে বাধ্য করা অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান সমর্থকদের।

বলিভিয়ার ডেপুটি হেড অব দ্য সিনেট হিনাইন আনেস জানান, আবার নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তিনি অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।  

এক সংবাদ সম্মেলনে মোরালেসকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন এবরার্দ। এছাড়া, মোরালেসের পদত্যাগে সেনাবাহিনীর জড়িয়ে পড়াকে ‘মিলিটারি ক্যু’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।  

এই মুহূর্তে মেক্সিকোতে বামপন্থি সরকার ক্ষমতায় রয়েছে, যারা মোরালেসকে সমর্থন করে।  

২০০৬ সালে উত্তর আমেরিকার দেশ বলিভিয়ায় প্রথম ক্ষমতায় আসেন মোরালেস। ১৩ বছর ৯ মাস ক্ষমতায় ছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।