ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিএএ বিরোধী আন্দোলনের মধ্যেই বিধানসভা নির্বাচন দিল্লিতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
সিএএ বিরোধী আন্দোলনের মধ্যেই বিধানসভা নির্বাচন দিল্লিতে নয়াদিল্লিতে এক ভোটকেন্দ্রে অপেক্ষমান ভোটার। ছবি: সংগৃহীত

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইত্যাদি ইস্যুতে ভারতজুড়ে আন্দোলন চলার মধ্যেই দেশটির রাজধানী নয়াদিল্লিতে চলছে বিধানসভার নির্বাচন।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্র শাসিত এ জাতীয় রাজধানী অঞ্চলের (এনসিটি) বিধানসভা নির্বাচনের তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সিএএ, এনআরসিসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলনের মুখে দিল্লির বিধানসভা নির্বাচনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার এক পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নির্বাচনে জয় লাভের জন্য মোদি তার টুইটার একাউন্টে দিল্লির জনসাধারণকে বিপুলভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এক টুইট করেন।

৭০টি আসনের এ বিধানসভার নির্বাচনের ফলাফল আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঘোষণা করা হবে।

নির্বাচনে নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি)।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।