ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
জার্মানিতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৮

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হানাউয়ের পৃথক দুটি সিসাবারে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টা নাগাদ বন্দুকধারীরা হামলা চালায় বলে আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

তবে হামলাকারীরা পালিয়ে গেছে।

পুলিশ তাদের আটকে অভিযান অব্যাহত রেখেছে। প্রাথমিক হামলার কারণ জানা যায়নি।

সংবাদমাধ্যম জানায়, প্রথমে শহরের প্রাণকেন্দ্রে একটি পানশালায় হামলার ঘটনা ঘটে। এরপর পাশেই আরেকটি পানশালায় হামলা চালিয়ে পালিয়ে যায় বন্দুকধারীরা। প্রথম হামলায় ঘটনাস্থলে তিনজন এবং পরের হামলার পাঁচজনের মৃত্যু হয়েছে। আটক হয়েছেন আরো পাঁচজন।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। এছাড়া অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।