ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে মৃত্যু ৩ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, মার্চ ২, ২০২০
করোনা ভাইরাসে মৃত্যু ৩ হাজার ছাড়ালো

করোনা ভাইরাসে চীনে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে কোভিড-১৯ রোগে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার নয়শ ১২ জনে। আর বিশ্বব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।

সোমবার (০২ মার্চ) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে মারা যাওয়া ৪২ জনই হুবেই প্রদেশের। একইসঙ্গে নতুন আক্রান্ত হয়েছেন দুইশ ২ জন।

যা জানুয়ারির পর এ পর্যন্ত একদিনে আক্রান্তের সংখ্যায় সবচেয়ে কম।

করোনা ভাইরাসে চীনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইরানে। দেশটি শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৪ জন মারা যাওয়ার তথ্য জানিয়েছে। মারা যাওয়ার সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি, সেখানে মৃত্যু হয়েছে ৩৪ জনের। ২০ জন মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। জাপানে ১২ জনের মৃত্যু হয়েছে, হংকং ও ফ্রান্সে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন।

এছাড়া ফিলিপাইন, তাইওয়ান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডে একজন করে মারা গেছেন কোভিড-১৯ রোগে।   

এদিকে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছে নিউইয়র্ক। আক্রান্ত ব্যক্তি ৩০ বছয় বয়সী এর নারী। তিনি ম্যানহাটনের বাসিন্দা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আরেকটি রাজ্য প্রাণঘাতী ভাইরাসের কবলে পড়লো।

অন্যদিকে কোভিড-১৯ রোগে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। মৃত ব্যক্তির বয়স ৭০ বছর।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।