ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাস: ৫৪ হাজার বন্দিকে মুক্তি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
করোনা ভাইরাস: ৫৪ হাজার বন্দিকে মুক্তি দিল ইরান

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার কারণে সাময়িকভাবে প্রায় ৫৪ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে ইরান।

মঙ্গলবার (০৩ মার্চ) দেশটির বিচার বিভাগের গোলাম হোসেইন ইসমাইলির বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

বিচার বিভাগের ওই মুখপাত্র বলেন, নমুনা পরীক্ষার পর যাদের ফল নেগেটিভ শুধুমাত্র সেসব বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে।

তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শেষ হলে আবার তাদের কারাগারে নেওয়া হবে।  

আরও পড়ুন>> করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২০১, ইরানে ৭৭
আরও পড়ুন>> করোনায় মৃত্যুতে ইরানকে ছাড়িয়ে গেলো ইতালি

তিনি আরও বলেন, তবে এমন কাউকে মুক্তি দেওয়া হয়নি যারা ৫ বছরের বেশি সাজা পেয়ে জেলে আছেন।

এখন পর্যন্ত ইরানে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৭ জনের। দেশটিতে আক্রান্ত রয়েছেন ২ হাজার ৩৩৬ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৩৫ জন। এখনো ১ হাজার ৮২৪ জন রয়েছেন চিকিৎসাধীন।

আরও পড়ুন>> করোনা ভাইরাস: চীনে গুরুতর অসুস্থ সাড়ে ৬ হাজার
আরও পড়ুন>> ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত ২৩ সংসদ সদস্য

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে কভিড-১৯ রোগটি। এখন পর্যন্ত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২০৩ জনের। এ রোগে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৭৮৭ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫০ হাজার ৬৯১ জন।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।