ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনামুক্তির সনদ ছাড়া কুয়েত প্রবেশে মানা বাংলাদেশিদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
করোনামুক্তির সনদ ছাড়া কুয়েত প্রবেশে মানা বাংলাদেশিদের ছবি: সংগৃহীত

কুয়েত ভ্রমণে যেতে হলে ‘আমি করোনা ভাইরাসে আক্রান্ত নই’ লিখিত স্বাস্থ্য পরীক্ষার সনদ দেখাতে হবে বাংলাদেশিদের।

কুয়েতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) বরাত দিয়ে বুধবার (০৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

বাংলাদেশসহ ভারত, মিশর, ফিলিপাইন, শ্রীলংকা, সিরিয়া, লেবানন, তুরস্ক, আজারবাইজান ও জর্জিয়া- এ ১০টি দেশের নাগরিকদের কুয়েত প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষার সনদ দেখাতে হবে।

সেই সনদ কুয়েত দূতাবাস থেকে অনুমোদন প্রাপ্ত হতে হবে। এটি ৮ মার্চ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কুয়েতের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।